প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি উযূ করার সময় যখন মুখমন্ডল ধৈত করি তখন তিন বার মুখমন্ডল ধৈত করা শেষে এক কোষ পানি নিয়ে দাড়ি বড়াবর লেপটে দেই। এটা কি আমার জন্য বিদআত হবে। কারণ উযূতে এক কোষ পানি নিয়ে দাড়িতে লেপটে দেয়া তো নেই। জানালে কৃতজ্ঞ হব। জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
বিদআত হবে কেন? বরং সুন্নাত। এটা তো সহীহ হাদীসে স্পষ্ট উল্লেখ রয়েছে।
أن رسول الله -صلى الله عليه وسلم- كان إذا توضأ أخذ كفا من ماء فأدخله تحت حنكه فخلل به لحيته وقال « هكذا أمرنى ربى عز وجل »
অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উযূ করতেন, এক কোষ পানি নিয়ে থুঁতনির নিচে ঢুকিয়ে দিয়ে দাড়ি খিলাল করতেন। আর বলতেন আমার প্রতিপালক আমাকে এমনটিই আদেশ করেছেন।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৪৫

Loading