প্রশ্ন : ফরজ গোসলে যদি কিছু অংশ কিছু লেগে থাকার কারনে ধোয়া না হয় তাহলে ঐ অবস্হায় নামায  পড়লে কি নামায আদায় হবে?

উত্তর :

না, ফরজ গোসলে শরীরে কোন কিছু লেগে থাকার কারণে যদি কোন অংশ ধোয়া না হয় তবে গোসল সহীহ হবে না। উক্ত অংশ ধৌত না করে নামায পড়লে নামায সহীহ হবে না।–আদ্দুররুল মুখতার ১/১৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩

Loading