প্রশ্ন : আমি একটি সমিতি থেকে মুনাফা ভিত্তিক ঋণ নিয়েছি ২ লক্ষ টাকা এতে মুনাফা প্রায় ১ লক্ষ টাকা এসেছে। সমিতিটি প্রায় বিলুপ্ত হবার পথে। প্রায় সব ঋন গ্রহীতাই আসল টাকা না দেবার চিন্তায় আছে। এই অবস্থায় আমি যদি মুনাফার টাকা ছাড়া শুধু আসল টাকা বা সামান্য মুনাফা সহ ঋন পরিশোধ করতে চাই তাহলে সমিতির কর্মকর্তারা মেনে নিবে। এই অবস্থায় আমার জন্য কি সব মুনাফা পরিশোধ করা উচিৎ নাকি কম মুনাফা সহ ঋন পরিশোধ করা উচিৎ?

উত্তর :

মুনাফা দ্বারা যদি সূদ উদ্দেশ্য হয় তবে তা না দেওয়ার কোন সুযোগ থাকলে দেওয়া থেকে বিরত থাকা জরুরী। কাজেই যদি সমিতির কর্মকর্তারা শুধু মূল টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি মেনে নেয় তবে আপনি অবশ্যই সূদ দিবেন না। শুধু মূল টাকা দিবেন এবং পূর্বের সূদী চুক্তিতে আবদ্ধ হওয়ার দরূন আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবেন।–সূরা বাকারাহ, আয়াত ২৭৫; ইমদাদুল আহকাম ৩/৪৭৯

Loading