প্রশ্ন : আসসালামু আলাইকুম টয়লেটে তো কুরআনের আয়াতযুক্ত কোন কিছু নেওয়া যাবে না। কিন্তু বর্তমানের টয়লেট আর গোসলখানা তো একসাথে তৈরী করা হয়। প্রশ্ন হচ্ছে মোবাইল নিয়ে গোসলখানার সাবান রাখার স্থানে রেখে ইস্তিনজা করে আবার ফোন নিয়ে আসা যাবে? মোবাইলে কুরআনের আয়াত থাকলে মোবাইল ফোন বন্ধ করে কি টয়লেটে নেয়া যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, যাবে। তবে শর্ত হল, স্ক্রিনে আয়াত ভেসে না থাকা চাই।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩০৩; সুনানে বাইহাকী, হাদীস নং ৪৬০

Loading