প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। রমজান মাসে বিয়ে করা নিয়ে ইসলাম কি বলে? ২। রমজানে বিয়ে করার গুরুত্ব ও ফযীলাত থাকলে বলবেন? ৩। রমযানে বিয়ে করলে সহবাস করার কোন নমনীয়তা আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। জায়েয। তবে শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব।–আল্লামা কাশমীরী, আল উরফুশ শাযী ২/৪৫৬
২। বিশেষ কোন ফযীলাত নেই।
৩। না, রোযা থাকা অবস্থায় (অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত) সহবাস করা যাবে না। সহবাস করলে কাফফারা ওয়াজিব হবে।

Loading