প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হুজুর আমি সাক্ষী না রাখার জন্য নাম প্রকাশ করলাম না। হুজুর আমার প্রশ্ন আমি একটি অফিসের কম্পিউটারে কাজ করি। অফিসের কাজ শেষে বা যখন অবসর থাকি তখন শুধু নেকেট ছবি দেখি। কোন ভাবেই অভ্যাসটা পালটাতে পারছি না। এটার প্রতি আমার প্রচন্ড আকর্ষন। ইটারনেটে এর ভয়াবহতা সম্পর্কে জানতে গিয়ে আপনার সাইটটি নজরে আসলো। কিন্তু আমি আপনার দেয়া এবং অন্যান্য আরো অনেক সাইটে এর ভয়াবহতা সম্পর্কে পড়েছি কিন্তু অন্তরে ভয় পয়দা হচ্ছে না। কয়েকদিন বিরত থেকে আবার লিপ্ত হয়ে পড়ছি। তাই বাধ্য হয়ে আপনাকে প্রশ্ন করলাম। হুজুর কি করা যায় একটু মহব্বতের সাথে উত্তর দিবেন। আমি কোন ভাবেই এটা থেকে বাচতে পারছি না। জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
এই সামান্য দুই চার মিনিটের মজার জন্য অনন্ত কালের আগুনের আযাব ভোগ করা কি কোন বুদ্ধিমানের কাজ? এর চেয়েও বড় বিষয় হল এই অপকর্মের দ্বারা পরম করুণাময় ও অসীম দয়ালু সৃষ্টিকর্তাকে নারাজ করা কি কোন বিবেকবানের কাজ হতে পারে? তিনি সর্বদা আমাদের সকল প্রকার নিয়ামতে ঢেকে রেখেছেন অথচ গোলামী করছি শয়তানের? এগুলো খুব গভীরভাবে ভাববেন। আর অল্প অল্প করে সময়ের জন্য এই গুনাহ থেকে বেঁচে থাকার প্রতিজ্ঞা করবেন। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনার সবচে বড় করণীয় হল কোন আল্লাহ ওয়ালার সাথে দ্রুত ইসলাহী সম্পর্ক কায়েম করবেন। পাশাপাশি নিম্নোক্ত লিঙ্ক দুটি বারবার দেখতে থাকুন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1422
http://muftihusain.com/ask-me-details/?poId=1359
ইংশাআল্লাহ এর থেকে দ্রুত পরিত্রাণ পেয়ে যাবেন।

Loading