প্রশ্ন : হযরত,আসসালা-মু আ’লাইকুম।http://muftihusain.com/ask-me-details/?poId=951 এই লিংকের উত্তরের জন্য যাযাকাল্ল-হ্ খায়ের।হযরত,না বুঝে, না জেনে এবং আবেগের বশতঃ আমরা অপরাধটি করে ফেলেছি। মেহেরবানি করে শাস্তিটি থেকে রেহাই পাওয়ার কোন উপায় আছে কি? আমরা আন্তরিকভাবে খুবই লজ্জিত এবং আল্ল-হ্ তা’য়ালার কাছে ক্ষমাপ্রার্থী। শরীআ’তে এ অপরাধের শাস্তিটি লঘু করার কোন ব্যবস্থা থাকলে মেহেরবানি করে জানিয়ে চিন্তামুক্ত করবেন।ধন্যবাদ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

আপনাদের টানা ৬০ টি রোযা রাখার সামর্থ্য থাকলে অন্য কিছু দ্বারা এ কাফফারাহ আদায় হবে না। আপনাদের এ সামর্থ্য আছে কিনা এ সম্পর্কে আপনারাই ভাল জানেন। আর আল্লাহ্‌ তাআলা আপনাদের চেয়ে আরো ভালো জানেন। এর পরেও যদি বাস্তবেই সামর্থ্য না(যেটা আল্লাহ্‌ তাআলা ভালভাবেই জানেন) থাকে তবে পুনরায় প্রশ্ন করার অনুরোধ রইল।– সূরা মুজাদালাহ, আয়াত ৩,৪; সহীহুল বুখারী, হাদীস নং ১৯৩৬; রদ্দুল মুহতার ২/৪১১,৪১২।

Loading