প্রশ্ন : আসসালামু আলাইকুম জনাব, ইউটিউবে কিছু দুআ আপলোড করা আছে যা মানুষের জীবনের বিভিন্ন সমস্যা দূর করার আমল বলা হয়। এইগুলা কতটুকু কুরআন ও হাদীস সম্মত? “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম নাবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মাদু ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা আন তুকদা হাজাতী”- এই দুআটি কি কুরআন ও হাদীস সম্মত? ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=eVSXU2sPlAo&list=TLGG5K21tywEh6EzMDExMjAxNw দয়া করে জানাবেন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, দুআটি হাদীস শরীফে বর্ণিত আছে। হাদীস শরীফে আছে, এক ব্যক্তি তার এক সমস্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এলে তিনি তাকে উযূ করে দুই রাকাআত নামায আদায় করে উক্ত দুআ পড়তে বললেন। এতে তার সমস্যা দূর হয়ে গেল।–নাসাঈ, আস সুনানুল কুবরা, হাদীস নং ১০৪৯৬; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১৯০৯, ১৯৩০
দুআটির আরবী পাঠ এই-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّي مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ يَا مُحَمَّدُ إِنِّي أَتَوَجَّهُ بِكَ إِلَى رَبِّكَ في حاجتي هذه فتقضيها لي اللهم شَفِّعْهُ فِيَّ ، وَشَفِّعْنِي فِي نَفْسِي فِي نَفْسِي
দুআটি হাদীস শরীফে কয়েকভাবে এসেছে। নীচে দাগ দেওয়া অংশটি পড়ার সময় মনে মনে নিজের প্রয়োজনের কথা মনে করবে অথবা কোন আলেমের থেকে নিজের প্রয়োজনটি আরবীতে শিখে দাগ দেওয়া স্থানে তা পড়বে।

Loading