প্রশ্ন : ১। মেয়েদের মুখ খোলা রাখা কি হারাম? একদম ঢিলেঢালা কাপড় আর বড় ওড়না দিয়ে পর্দা করি,হাত কবজি পর্যন্ত এবং পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখি। আমার কি পর্দা হচ্ছে? ২। ভার্সিটি থেকে ১ মাসের জন্য সফরে পড়াশোনার কাজের জন্য নিয়ে যাবে যেটায় যাওয়া বাধ্যতামূলক। পরিবারকে অনেক বুঝিয়েছি কান্নাকাটি করে যে মাহরাম ছাড়া যাওয়া হারাম কিন্তু তারা কিছুতেই রাজি না,বলে যে আমি বাড়াবাড়ি করছি। আমি কি করব কিছু বুঝতে পারছি না।

উত্তর :

১। হ্যাঁ, মেয়েদের মুখ খোলা রাখা নিষেধ। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-

http://muftihusain.com/ask-me-details/?poId=2389

২। না, এভাবে মাহরাম ব্যতীত যাওয়া জায়েয হবে না। হাদীস শরীফে মাহরাম ব্যতীত মহিলাদের সফরের ব্যপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ سَفَرًا فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ فَصَاعِدًا إِلاَّ وَمَعَهَا أَبُوهَا أَوْ أَخُوهَا أَوْ زَوْجُهَا أَوِ ابْنُهَا أَوْ ذُو مَحْرَمٍ مِنْهَا
অর্থঃ আল্লাহ তাআলার উপর এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখে এমন কোন মহিলার জন্য তিন দিন বা তদাপেক্ষা বেশী (অর্থাৎ ৪৮ মাইল বা তদাপেক্ষা বেশী) দুরুত্বের সফর করা বৈধ নয়। তবে যদি তার সাথে তার পিতা বা ভাই বা স্বামী বা ছেলে অথবা কোন মাহরাম থাকে (সেক্ষেত্রে জায়েয)।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৭২৮; সহীহুল বুখারী, হাদীস নং ১০৮৬

Loading