প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। একজনের হালাল কোন টাকা নেই (তার সব টাকাই বেসরকারী ব্যাংকের বেতনের), তার কাছে যদি ফ্যান বিক্রি করি এই টাকা কি হালাল হবে ? ২। তার কাছ থেকে টাকা ধার নেয়া যাবে কি ? ৩। সে যদি কাপড় চোপড় দান/হাদিয়া দেন সেটা নেয়া জায়েয হবে কি ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সাল
১। তার নিকট পণ্য বিক্রি করা তো জায়েয তবে হারাম টাকা নেওয়া জায়েয নয়। যে কোন ভাবে হালাল টাকা উসূল করে নিবে যেমন সে কারো নিকট থেকে টাকা ধার করে দিল। আর এই হুকুম ঐ অবস্থায় যখন জানা যায় তার সব বা অধিকাংশ উপার্জন হারাম। তবে কিছু জানা না থাকলে ক্রেতার কাছে পণ্য বিক্রি করা এবং তার মূল্য উসূল করা জায়েয। এক্ষেত্রে তার নিকট এটা জিজ্ঞাসা করা জরুরী নয় যে তার উপার্জন বৈধ কিনা?-রদ্দুল মুহতার ৫/৯৮; মাজমাউল আনহুর ২/৫৪৮

২+৩। তার কোন বৈধ উপার্জন না থাকলে তার নিকট থেকে টাকা ধার নেওয়া বা কোন কিছু হাদিয়া নেওয়া জায়েয নয়। তবে যদি এটা জানা যায় যে, সে যেটা দিচ্ছে তা হালাল থেকে তবে তা নেওয়া বৈধ।–ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪২,৩৪৩; ফাতাওয়া বাযযাযিয়া ৬/৩৬০

Loading