প্রশ্ন : আমার একটি দোকান আছে। যেখানে বিবাহের যাবতীয় সামগ্রী ও জম্নদিনের সামগ্রী পাওয়া যায়। আমার প্রশ্ন হলোঃ ১। প্রচলিত পাগড়ী বিক্রি করা জায়েয হবে কি? কারণ বিবাহের যাবতীয় জিনেসের সাথে রাখতে হয়। তাই রাখা। ২। গায়ে হলুদের যাবতীয় জিনিস বিক্রি করা যাবে কি? আপনি বলেছিলেন, কোন জিনিস যদি মানুষ হারাম ভাবে ব্যবহার করে কিন্তু তা হালাল ভাবে ব্যবহারের সুযোগ থাকে তবে তা বিক্রি করা জায়েয। আমার সব জিনিস হালাল ভাবে ব্যবহার করা যায়।

উত্তর :

১। হ্যাঁ, জায়েয।
২। না, এগুলো বিক্রি করা মাকরূহে তাহরীমী। গায়ে হলুদের পণ্যগুলো গায়ে হলুদ ব্যতীত সাধারণত কেউ ক্রয় করে না। তাই এগুলো বিক্রি করা উক্ত অনুষ্ঠানগুলোকে সহযোগিতা করার নামান্তর।- রদ্দুল মুহতার ৪/২৬৮; তাবয়ীনুল হাকায়েক ৪/২৯,৯৯; আল বাহরুর রায়েক ৫/২৪০
আপনি আরো জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1427
উল্লেখ্য যে, পূর্বে এ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তরে আমার ভুল হয়েছিল। সেগুলো শুধরে দিয়েছি।

Loading