প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১) নামাযের মধ্যে ১ম রাকাআতে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ি তারপর সুরা ফাতিহা পড়ার পর আবার বিসমিল্লাহ পড়ে অন্য সুরা পড়ি। ২য় রাকাতেও আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ি তারপর সুরা ফাতিহা পড়ার পর আবার বিসমিল্লাহ পড়ে অন্য সুরা পড়ি। কিন্তু আগে শুধু ১ম রাকাআতে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তাম, ২য় রাকাতে সুরা ফাতিহার আগে ও পরে আউজু ও বিসমিল্লাহ পড়তাম না। এখন প্রশ্ন হলো কোনটা সহীহ ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

শুধু প্রথম রাকাআতে ছানার পরে আউযু বিল্লাহ পড়া সুন্নাত। আর প্রতি রাকাআতে ফাতেহার পূর্বে বিসমিল্লাহ্‌ পড়া সুন্নাত। (প্রতি রাকাআতে) ফাতেহা এবং সূরার মাঝখানে বিসমিল্লাহ্‌ পড়া উত্তম।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৭৭৫; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৮০৭; সুনানে নাসাঈ, হাদীস নং ৯০৪; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৮৪৯; রদ্দুল মুহতার ৪/২৬, ৩০ (শামেলা); আন নাহরুল ফায়েক ১/২১১; আল মুহীতুল বুরহানী ১/৪১০; ইমদাদুল আহকাম ১/৫৮২-৫৮৪।

Loading