প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। প্রশ্ন: কিয়ামতের মাঠে মুসলিম অথবা অমুসলিম একে অপরের হক কিভাবে পরিশোধ করবে? অমুসলিমদের তো ছাওয়াব থাকবে না তারা পাওনা কি দিয়ে দিবে? মুসলিমদের থেকে পাওয়া পূণ্য তারা কি করবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
অমুসলিমদের ছাওয়াব না থাকলেও কোন অসুবিধা নেই। কেননা তাদের নিকট মুসলমানদের কোন পাওনা থাকলে হয়তোবা আল্লাহ তাআলা নিজ খাজানা থেকে তা পরিশোধ করবেন অথবা তাদের নেকী না থাকায় মুসলমানদের গোনাহের বোঝা তাদের দিয়ে দেওয়া হবে। যার দরুন তাদের আযাবের পরিমাণ আরো বেড়ে যাবে।
আর মুসলমানদের নিকট অমুসলিমদের কোন পাওনা থাকলে সেক্ষেত্রেও হয়তোবা আল্লাহ তাআলা নিজ খাজানা থেকে তা পরিশোধ করবেন অথবা মুসলমানদের আমলনামা থেকে তা পরিশোধ করা হবে। তবে অমুসলিমরা ভালো কোন আমল করলেও ঐ আমলের কিয়ামতের দিন কোন ওজন থাকবে না এবং তা তাদের কোন উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন-
فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا
অর্থঃ কিয়ামতের দিন আমি তাদের (কাফেরদের) কোন ওজন গণ্য করব না।–সূরা কাহাফ, আয়াত ১০৫

Loading