প্রশ্ন : Assalamu alaikum, amk plz 1ti question er ans den khuje passi naa and jana khub dorkar. “ amar boro mama mara gese 2yrs aga..tar wife and 1 jon meye bachha ase. Boro mamar soto vi ase and amr ma soho aro 1jon bon ase. Amr question hosse mamar somptti tey amr ma and khala ki vaag pabey?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
শরীয়তের হুকুম হল কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে দাফন-কাফন সমাধা করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে। এরপর তার কোন বৈধ অসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে তা পূরা করা হবে। এরপর অবশিষ্ট সম্পদ কুরআন সুন্নাহ অনুযায়ী তার ওয়ারিশগণের মাঝে বণ্টন করা হবে।
সেমতে উপরোক্ত তিনটি কাজ বাস্তবায়নের পর আপনার মামার অবশিষ্ট সমূদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিম্নোক্ত ভাবে বণ্টন করা-
আপনার মামার মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি অর্থাৎ বত্রিশ ভাগের ষোল ভাগ।
আপনার মামি পাবে বত্রিশ ভাগের চার ভাগ।
আর আপনার মামা পাবে ছয় ভাগ।
আপনার মা এবং খালা প্রত্যেকে তিন ভাগ করে পাবে।
সূত্রসমূহঃ সূরা নিসা, আয়াত ১১, ১২; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৮; আদ্দুররুল মুখতার ৬/৭৭০

Loading