প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি কোন আল্লাহওয়ালা লোকের সোহবতে এক চিল্লা থাকতে চাই। রাতে না হয় কোন মসজিদে বা অন্য কোথাও থাকলাম। আর বাকী সময় তার খেদমতে থাকবো। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় তার সোহবতে অনেক লোক মসজিদে থাকতো। এ যামানায় হয়তো এরকম থাকাকে কেউ বিরক্ত মনে করতে পারে। এরকম থাকা কি সম্ভব? আপনার কাছে তো অনেক আল্লাহওয়ালা লোকদের নাম আছে তাদের মধ্যে কেউ যদি- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানার মতো ঐ রকম থাকার ব্যবস্থা থাকে তাহলে তার নাম ও ঠিকানা দিলে খুবই উপকৃত হতাম। কারণ বাসায় থেকে আত্মশুদ্ধি করলে শয়তানে ধরে বসে তাই চাইছিলাম ৪০ দিনের জন্য বের হয়ে যাবো। আর হাদীস অনুযায়ী বুজুর্গ লোকের কাছ থেকে আতর নিতে না পারলেও আতরের ঘ্রান তো নিতে পারবো। (আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন)

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

মাশাআল্লাহ খুব ভালো ও নেক নিয়ত করেছেন। যে ব্যাপারে এ যামানার অধিকাংশ মানুষ গাফেল। অথচ নিজের নফসের আত্মশুদ্ধি করা ফরজ। এমন অসংখ্য আল্লাহর ওলী রয়েছেন যাদের খানকায় আপনি ২৪ ঘণ্টা সময় দিতে পারবেন। রাতে অন্য কোথাও গিয়ে থাকতে হবে না।

১। মুফতী মানসূরুল হক সাহেব (দাঃ বাঃ) (জামিআ রাহমানিয়া আরাবিয়া, আলী অ্যান্ড নূর রিয়েল এস্টেট, মুহাম্মাদপুর, ঢাকা)

২। মাওলানা আব্দুল মতীন সাহেব (পীর সাহেব, ছাপরা মসজিদ, ঢালকানগর, গেণ্ডারিয়া, ঢাকা)

৩। মুফতী জাফর সাহেব (মুহতামিম, ঢালকানগর মাদরাসা, ঢাকা)

Loading