প্রশ্ন : আমি ঢাকা পুরানাপল্টন চাকরী করি।প্রশ্ন হলো ফেনী(বাড়ীতে)আসা যাওয়ার পথে ঢাকার কোন এলাকা থেকে আমার কসর শুরু বা শেষ হবে।

উত্তর :

ঢাকা শহরের সীমানা হল উত্তরে টঙ্গীব্রিজ,দক্ষিনে বাবু বাজার ব্রিজ,দক্ষিন-পূর্ব দিকে কাচপুর ব্রিজ এবং পশ্চিম দিকে গাবতলী ব্রিজ। অর্থাৎ উল্লেখিত ব্রিজগুলোর পূর্ব পর্যন্ত ঢাকা সিটির সীমানা। কেননা উল্লেখিত ব্রিজ গুলোর ভিতরের এলাকাগুলো আবাদী ও জনবসতি দ্বারা সংযুক্ত। কাজেই আপনি যখন ঢাকা থেকে বের হবেন তখন উল্লেখিত ব্রিজগুলো অতিক্রম করার পূর্ব পর্যন্ত মুকীম থাকবেন। অনুরূপভাবে ঢাকা ঢোকার সময় উল্লেখিত ব্রিজগুলো অতিক্রম করার পূর্ব পর্যন্ত মুসাফির থাকবেন। -রদ্দুল মুহতার ২/১২১-১২৩,আহসানুল ফাতাওয়া ৪/৭২।

 

Loading