প্রশ্ন : আসসালামু আলাইকুম, উমরা করার মত টাকা জমানো আছে, কিন্তু হজ্জ করার সামর্থ নাই। তাহলে কি আগে উমরা করে তারপর আবার টাকা জমাবো? নাকি উমরা না করে হজ্বের আসায় টাকা জমিয়ে যে কয় বছর সময় লাগে তারপর যাব?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যদি আপনার প্রয়োজন অতিরিক্ত এ পরিমান সম্পদ না থেকে থাকে, যা দ্বারা আপনি পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করে হজ করতে পারেন তবে আপনি উমরা করবেন। পরবর্তীতে হজের সামর্থ্য হলে হজ করবেন।

Loading