প্রশ্ন : Bitor ar salat kibabe aday korbo?

উত্তর :

বিতির এর নামায এক তাহরীমায় এবং এক সালামে পড়া সুন্নাত। দ্বিতীয় রাকাআতে বৈঠক করে (আত্তাহিয়্যাতু পড়ে) দাড়িয়ে যাবে। অতঃপর কিরাআত পড়ে তাকবীর বলে হাত উঠিয়ে দুআয়ে কুনূত পড়ে যথানিয়মে নামায শেষ করবে।–সহীহুল বুখারী, হাদীস নং ১১৪৭; সুনানে নাসাঈ, হাদীস নং ১৭০৩।

Loading