প্রশ্ন : জনাব, আসসালামু আলাইকুম আমার বাবা থাকাকালীন সময় বাবার নামে কুরবানী দিতাম। বাবা গত হয়ে গেছেন। এখন কি বাবার নামে দিত পারব? আমার নামে করা কি ফরজ এখন? কুরবানী সম্পর্কে বলবেন অনুগ্রহ করে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, আপনার বাবার নামে ইচ্ছা করলে দিতে পারবেন। মৃত ব্যক্তির নামেও কুরবানী করা যায়। আর আপনি নেসাবের মালিক হলে আপনার উপরেও কুরবানী ওয়াজিব। আপনার পিতার নামে দেওয়াতে তা আদায় হবে না।- রদ্দুল মুহতার ৫/২৩৬;৬/৩১২।

কুরবানী সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই লিঙ্ক ভিজিট করতে পারেন-

http://muftihusain.com/article/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80/

Loading