প্রশ্ন : সুন্নাত নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়লে হুকুম কি?

উত্তর :

সুন্নাতে মুআক্কাদায় “আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ” এতটুকু পড়লে সিজদায়ে সাহূ দিতে হবে। আর গাইরে মুআক্কাদায় পড়তে কোন অসুবিধা নেই। বরং গাইরে মুআক্কাদার প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়াই উত্তম।–আদ্দুররুল মুখতার ২/১৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; আল বাহরুর রায়েক ২/১২৭।

Loading