প্রশ্ন : বিসমিল্লাহির রহমানির রহীম আসসালামু আলাইকুম জনাব, আমার প্রশ্ন হল- সুরা কদর এর প্রথম আয়াতে “লাইলাতিল কদর” এর জায়গায় “লাইলাতুল কদর” পড়া যাবে কি? একজন নামাযে পড়েছিল। আমি তাকে জিজ্ঞেস করায় সে আমাকে বলে যে, ব্যাকরণ গত পার্থক্য আছে।এখন আমি জানতে চাচ্ছি, যদি ব্যাকরণ গত পার্থক্য থেকেই থাকে তাহলে সেটা কি? জানালে খুশি হবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, সূরা কদরের প্রথম আয়াতে “লাইলাতুল কদর” পড়া যাবে না। বরং “লাইলাতিল কদর” ই পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে “লাইলাতুল কদর” পড়া মারাত্মক গুনাহ ও কুরআন বিকৃত করার নামান্তর।

Loading