প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু বৃষ্টির সময় একত্রিতভাবে মোনাজাত করেছিলেন। কিন্তু ঢাকা শহরের 99% মসজিদেই প্রত্যেক ফরজ নামাযের পর সম্মিলিত মোনাজাতকে যেন বাধ্যতামূলক করে নিয়েছে। এটা কি বিদআত ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
জরূরী মনে না করলে এবং বাড়াবাড়ি না করলে মুস্তাহাব।-সুনানে আবূ দাউদ ,হাদীস নং ১৪৯২,১৫২২;সুনানে তিরমিজি,হাদীস নং ৩৫৭,৩৮৫,৩৪৯৯;সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১২৯৬,১৪৮৯;মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৫৪৭৮;এলাউস সুনান ৩/১৬১; ফাতহুল বারী ২/৩৩৫; ফাতহুল মুলহিম ২/১৬; ফাইযুল বারী ২/৪৩১;উমদাতুল কারী ৬/১৩৯; এমদাদুল ফাতাওয়া ১/৭৯৬।
আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নিম্নোক্ত লিঙ্কের কিতাবটি দেখতে পারেন। http://www.darsemansoor.com/kitaab/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%80/

Loading