প্রশ্ন : সরকারী খাস জমির উপর মসজিদ নির্মাণ করা জায়েয কি?

উত্তর :

সরকারী খাস জমিতে সরকারের লিখিত, মৌখিক অথবা অন্তত মৌনসম্মতি ব্যতীত মসজিদ তৈরি করা বৈধ নয়। তবে কোন এলাকায় মানুষের মসজিদের প্রয়োজন হলে সরকারের কর্তব্য হল মসজিদের জায়গা ও নির্মাণের ব্যবস্থা করে দেওয়া।–ফাতাওয়া খানিয়া ৩/২৯০; আহসানুল ফাতাওয়া ৬/৪২৬

Loading