প্রশ্ন : আইন তৈরি করার এবং আইন প্রদান করার মালিক তো আল্লাহ। আর গনতান্ত্রিক পদ্ধতিতে আইন তৈরির মালিক জনগন নাউজুবিল্লাহ্। তাহলে আল্লাহর সাথে শিরক করা হল। আমার প্রশ্ন এই শিরকি কাজে সহযোগিতা সরুপ ভোট দেওয়া যাবে কি?

উত্তর :

ভোট দেওয়া মানে গনতন্ত্র সমর্থন করা নয়।বরং দুটি মন্দের যেটিতে কম ক্ষতি তা গ্রহন করা। দেখুন শূকর খাওয়া নাজায়েয হওয়া সত্ত্বেও কিন্তু ক্ষেত্রবিশেষে তা জরুরী হয়ে পড়ে। ভোট দেওয়া আর গনতন্ত্রের সমর্থন করা এক জিনিস নয়। বরং দুটি মন্দের যেটিতে কম ক্ষতি তা গ্রহন করা। তাই গনতন্ত্রের প্রতি ঘৃনা রেখেই জাতীয় কল্যণের দিকে লক্ষ্য করে যোগ্য লোককে বসানোর চেষ্টা করবে। যেমন কেউ অনন্যপায় অবস্থায় শুকর খেলে সে শুকর পছন্দ করে,তা বলা যায় না। অনুরূপভাবে শুধুমাত্র ভোট প্রদানই গনতন্ত্রের উপর সন্তুষ্টি বুঝায় না।-জাওয়াহিরুল ফিকহ ৫/৫৩৩।

মাআরিফুল কুরআনের বিশিষ্ট লেখক মুফতী শফী (রহঃ), বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলিম মুফতী তাকী উসমানী, দারুল উলূম দেওবন্দ সহ উপমহাদেশের সকল দারুল ইফতার ফাতওয়া এমনই।

এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে এই লিঙ্ক http://muftihusain.com/article/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%93-%E0%A6%AD%E0%A7%8B/ ভিসিট করতে পারেন।

Loading