প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম মুহতারাম। বর্তমানে বাজারে চুলে কালার করার জন্য অনেক ধরণের কালার পাওয়া যায়। মুহতারাম,এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে- স্বামীকে দেখানোর জন্য কালার করা জায়েয আছে কি?

উত্তর :

বার্ধক্যের কারনে সাদা চুলে খেজাব লাগাতে (কালার করতে) চাইলে সেক্ষেত্রে কালো ব্যতীত অন্য যে কোন রঙ জায়েয। তবে কালো চুলে অন্য কোন রঙের খেজাব লাগানো জায়েয হবে না। কেননা এটা অমুসলিম বা কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন। যা থেকে হাদীস শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাছাড়া এটা আল্লাহ তাআলার স্বভাবজাত সৃষ্টির মধ্যেও পরিবর্তন করার নামান্তর।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৬৯৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৯৫

Loading