প্রশ্ন : চেয়ারের পেছনের পায়া দ্বারা কাতার সোজা করবে সামনের পায়া দ্বারা নয়। এবং চেয়ারে উপবিষ্ট মুসল্লী অন্যদের কাধের সাথে তার কাধ মিলিয়ে কাতার সোজা করবে। এটা কেমনে সম্ভব?

উত্তর :

উক্ত কথা থেকে কিভাবে আপত্তি তৈরি হল তা বোধগম্য নয়। কেউ যদি চেয়ারের পেছনের পায়া দ্বারা কাতার সোজা করে অর্থাৎ চেয়ারের পেছনের পায়া অন্যান্য মুসল্লীদের গোড়ালি বরাবর হয় তবে তার উপর উপবিষ্ট ব্যক্তির কাঁধ তো সকলের কাঁধ বরাবরই হয়। এটাই তো স্বাভাবিক।

Loading