প্রশ্ন : ১। মহিলাদের জন্য কি মাদ্রাসায় চাকুরী করা জায়েয? সেখানে তো পুরুষ অধ্যক্ষ এর সাথে কথা বলতে হয়। ২। মহিলাদের জন্য কি পর্দার সাথে বাইরে গিয়ে ছোট নাবালেগ ছেলেমেয়েদের প্রাইভেট পড়ানো জায়েয হবে?

উত্তর :

১। মাদ্রাসা দ্বারা যদি আলিয়া মাদ্রাসা উদ্দেশ্য হয় তবে জায়েয হবে না। সেখানে যেমনিভাবে শিক্ষক শিক্ষিকার পর্দার কোন ব্যবস্থা নেই তেমনিভাবে ছাত্রছাত্রীদেরও সহশিক্ষার ব্যবস্থা রয়েছে। এমন প্রতিষ্ঠানে মহিলাদের জন্য চাকরির কোন সুযোগ শরীয়াতে নেই।
আর যদি কউমী মাদ্রাসা হয় তবে সেখানে ফেতনার কোন আশংকা না থাকলে জায়েয।
২। পরিপূর্ণ পর্দার সাথে আশপাশে হলে সুযোগ রয়েছে। তবে একান্ত অপারগতা ব্যতীত করা উচিত নয়।

Loading