প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, ফজরের নামায আদায় করতে অনেক সময় দেরি হয়ে যায়। আমরা অনেকেই জানি যে সূর্য উঠার সময় নামায পড়া ঠিক না। তবুও মনে করি যে সূর্য উঠার সময় গতকালকের চেয়ে কিছুটা বেড়েছে বা অল্প সময় থাকলেও ভাবি যে সময় আছে হয়তোবা পড়ে শেষ করা যাবে। অর্থাৎ নামাযের ওয়াক্তের সময় কম থাকলেও নামায মিস করতে চাই না। কিন্তু নামায শেষ করে প্রায়ই দেখি যে নামায দুই/এক রাকাআত কোনটিই সূর্য উঠার আগে শেষ হয়নি বা সূর্য উঠে গেছে। এমতাবস্থায় উক্ত কাজের দ্বারা আমার শিরকী গুনাহ হয়ে যাচ্ছে নাতো বা আমি ঈমান হারা হয়ে যাচ্ছি নাতো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, ঈমানহারা হবেন না। তবে সূর্যোদয়ের বিষয়টি বিবেচনা না করে বা না দেখে প্রায়ই এভাবে সূর্যোদয়ের সময় নামায পড়াটা উদাসীনতা। আর এটা অবশ্যই গুনাহের কাজ। তাই সময় দেখে সূর্যোদয়ের পূর্বেই নামায শেষ করা কর্তব্য।
উল্লেখ্য যে, নামাযের সামান্য অংশ বাকী থাকতেও যদি সূর্য উঠে যায় তবে উক্ত নামায ক্বাযা করে নিতে হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৩; সুনানে নাসায়ী, হাদীস নং ৫৬৯

Loading