প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর। প্রশ্নের শুরুতে আমার ব্যাপারে কিছু বলে আমি হালাল হারাম যেকোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভুগি। এটা আমার সব ক্ষেত্রেই হয়, যেমন একটা উদাহরণ দি আমি অজু বা গোসলের সময় ফরজ আদায় করলেও মনে সন্দেহ জাগে। তাই অইটা আবার আদায় করতে হয়। এখন আসি মুল প্রশ্নে আমি কিছুদিন আগে হুরমাতে মুসাহারা এর ব্যাপার টা সম্পর্কে জানি। এটা জানার পর থেকে আমার মাথায় একটা ঘটনা ঘুরাঘুরি করতেসে একদিন আমার বাসায় কিজানি একটা ঘটনা হয়েছিলো আমার আম্মু আমি কান্নাকাটি করতেসিলাম। আমি তখন আমার আম্মুকে স্বান্তনা দেয়ার জন্য জরিয়ে ধরি। জরিয়ে ধরার সময় আমার মধ্যে কেমন যেনো ব্যাপার অদ্ভুত মনে হচ্ছিলো, আমার কেনো জানি ব্যাপারটা বাজে লাগতেসি। আমার যতটুকু মনে আছে আমার মধ্যে কোনো কামভাব ছিলো নাহ বা ব্যাপারটা থেকে আমি কোনো শান্তি বা আরাম অনুভব করতেছিলাম নাহ। আমার অই অবস্থায় গোপনাংগ উত্থিত হয়েছিল কিনা সঠিক মনে নেই। তবে আমার যতটুকু মনে আছে হয় নাই। এখন এই ব্যাপার টা আমাকে অনেক চিন্তা ও কষ্ট দিচ্ছে। ঘটনাটা প্রায় ৫-৬ বছর তাই আমি সঠিক ভাবে ১০০% সিউর কিছুই বলতে পারতেসি নাহ। আমার মধ্যে বারবার আশংকা দেখা দিচ্ছে। এখন কি হুরমাত সাব্যাস্ত হয়ে গেসি বা এই চিন্তা গুলো নিয়ে আমার কি করা উচিত?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী এখানে হুরমতে মুছাহারাহ সাব্যস্ত হবে না। কাজেই আপনার পেরেশান হবার কিছু নেই।-আদ্দুররুল মুখতার ৩/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০; এলাউস সুনান-১১/১৩১,১৩২; রদ্দুল মুহতার ৩/৩১-৩৩
আর ওয়াসওয়াসার জন্য আপনি নিম্নোক্ত লিঙ্কের প্রশ্নোত্তরটি পড়তে পারেন-
https://www.muftiabulhusain.com/ask-me-details/?poId=603