প্রশ্ন : প্রশ্ন -০১:নিজের আপন বোনের ছেলেকে যৌন উত্তেজনার সাথে স্পর্শ করলেকি আমার আর আমার স্বামীর সম্পর্ক হারাম হয়ে যাবে? প্রশ্ন -০২:উর্দ্ধতন-নিম্নতন কাদেরকে যৌন উত্তেজনার সাথে স্পর্শ করলে আমার আর আমার স্বামীর সম্পর্ক হারাম হবে?
উত্তর :১। না।
২। আপনার স্বামীর ছেলে সন্তান, তাদের ছেলে সন্তান এভাবে যত নিচের দিকে যাবে। অনুরুপভাবে আপনার স্বামীর পিতা, দাদা এভাবে যত উপরের দিকে যাবে।
সুত্রসমূহঃ আদ্দুররুল মুখতার ৩/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০; এলাউস সুনান-১১/১৩১,১৩২; রদ্দুল মুহতার ৩/৩১-৩৩