প্রশ্ন : প্রশ্ন০১:অতিতে কোন বন্ধুকে যদি কয়েকজনের সামনে কবুল বলে থাকি, কিন্তু এখন যদি কারো মনে না থাকে শুধু সন্দেহ হয় যে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, তাহলে কি অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই বিয়ে বৈধ হবে? প্রশ্ন ০২: বিয়ে উদ্দেশ্যে মেয়ে মেয়েকে কবুল বললে কি বিয়ে হবে?

উত্তর :

১। যদি দুজন সাক্ষীর সামনে (অর্থাৎ দুজন পুরুষ বা একজন পুরুষ ও একজন মহিলার সামনে) কোন পুরুষ আপনাকে বিবাহের প্রস্তাব করে থাকে আর আপনি কবুল করে থাকেন তবে বিবাহ হয়ে গিয়েছে। তার নিকট থেকে তালাক গ্রহন ব্যতীত অন্যত্র বিবাহ বৈধ হবে না। আর সন্দেহ থাকলে আপনি যাদের সামনে কবুল বলেছিলেন তাদের নিকট থেকে যাচাই এর মাধ্যমে নিশ্চিত হতে পারেন।

২। না, মেয়ে মেয়েকে বিয়ে করলে তা সহীহ হয় না।

সুত্রসমূহঃ সুনানে তিরমিজী, হাদীস নং ১১৮৪; আল বাহরুর রায়েক ৫/২৮৭; বাদায়েউস সানায়ে ৪/৪৫

Loading