প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! কোন ব্যক্তি জানে যে তালাক দিতে হলে তালাক শব্দ ব্যবহার করে দিতে হয় এবং এর নিয়মগুলোও জানেন। কিন্তু ছেড়ে দিয়েছি, চলে যাও এগুলো বললে যে তালাক পতিত হয় সে এটা কখনোই জানতো নাহ। না জেনে স্ত্রীর সাথে সংসার জীবনে কয়েকবার এই কথা গুলো বলেছে কিন্তু তার স্ত্রী ছাড়ার ও কোন নিয়ত নেই এতে কি তালাক পতিত হবে? দয়া করে প্রশ্ন এর উত্তর টা দিবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় দ্বীনী বোন উত্তরটি দিতে দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত।
প্রত্যেক বিবাহিত ও বিবাহিচ্ছুক নর-নারীর জন্য বিবাহ-তালাক সংক্রান্ত জরুরী মাসআলা মাসায়েল জানা অত্যন্ত জরুরী। এ ব্যাপারে অজ্ঞ থাকার কারণে অনেকক্ষেত্রে যেমনিভাবে দুনিয়ার জীবন দুর্বিষহ হয়ে উঠে তেমনিভাবে আখেরাতের কঠিন আযাবেরও কারণ হয়। আর এসব বিষয় না জানাটাও অন্যায়।
স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দিয়েছি বলে তবে এর দ্বারা কোন নিয়ত ব্যতীতই একটি রজয়ী তালাক পতিত হয়। স্পষ্ট কথার জন্য নিয়তের প্রয়োজন হয় না। যতবার একথা বলবে ততটি তালাক পতিত হবে। কাজেই কোন স্বামী তার স্ত্রীকে তিনবার একথা বললে তার জন্য স্ত্রী স্থায়ীভাবে হারাম হয়ে যাবে। শরয়ী হালালাহ ব্যতীত তাদের ঘর সংসার করা বৈধ হবে না। আর চলে যাও কথার দ্বারা নিয়ত ব্যতীত তালাক পতিত হয় না।- রদ্দুল মুহতার ৩/২৯৯, ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭৯; বাদায়েউস সানায়ে ৪/২২২