প্রশ্ন : আমি জানতে চাই,,, যখন আমার সামি আমার সাথে সহবাস করে তখন যদি ভুল করে আমার মাথায় অন্য কোন পুরুষ এর কথা আসে তাহলে কি হবে? আর আমার করনিও কি?
উত্তর :ইচ্ছাকৃতভাবে এমন চিন্তা আনা জঘন্যতম গোনাহের কাজ। যদিও এর দ্বারা বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না। ভুলে কখনো আসলে সাথে সাথে মনকে ঘুরিয়ে নিবেন। তাহলে কোন সমস্যা হবে না। আর অতীতের জন্য আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে নিবেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন।–রদ্দুল মুহতার ৬/৩৭২