প্রশ্ন : আসসালামু আলাইকুম,  আমি রিজুয়ান, বয়স ২৭, আমি বিবাহিত।  মাস খানেক আগে আমার স্ত্রী এর সাথে একটা ঘটনা ঘটে এটা নিয়ে সে খুবই চিন্তিত,  আমাদের বাসায় ৩ রুম এবং একটি ওয়াসরুম রয়েছে যেটা আমি ও আমার স্ত্রী এবং আমার বাবা মা ব্যবহার করি।  এক রাতে আমার স্ত্রী গোসল করে বের হচ্ছিল ওয়াসরুম থেকে এবং তার গা এ জামা ছিল,  পায়জামা ছিলনা, এমন সময় আমার বাবা তার রুম থেকে বের হয় ওয়াসরুমে যাওয়ার জন্যে আর আমার স্ত্রী এবং আমার বাবা একে অপরের মুখোমুখি হয়ে যায় আর সাথে সাথেই আমার বাবা এবং স্ত্রী লজ্জায় দুই দিকে ফিরে যার যার রুমে এসে পরে। এখন আমার স্ত্রীর সন্দেহ তার শরীরের নিচের অংশে যেহেতু পায়জামা ছিলনা তাই আমার বাবা সেই জায়গায় নজর দিয়েছে কিনা আর দিলেউ আমার স্ত্রী কি আমার জন্যে হারাম হয়ে গিয়েছে?এটা তো একটা দুর্ঘটনা।  দয়া করে জানাবেন

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনাদের বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে না। কেননা দৃষ্টির দ্বারা হুরমত সাব্যস্ত হওয়ার জন্য মহিলার লজ্জাস্থানের ভিতরে কামভাব নিয়ে দৃষ্টি দেওয়া জরুরী। যা দাঁড়ানো অবস্থায় দেখা যায় না।- আদ্দুররুল মুখতার ৩/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০; এলাউস সুনান-১১/১৩১,১৩২; রদ্দুল মুহতার ৩/৩১-৩৩

Loading