প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর কেউ যদি অতীতে তার মায়ের পাশে ঘুমায় । হঠাৎ যদি ছেলে উত্তেজিত হয়ে যায় এবং ঐ তার মায়ের শরীরের এর কাপড়ের সাথে তার মাথা অথবা হাত স্পর্শ লাগে । কিন্তু শরীরের উষ্ণতা অনুভূত হয়েছিল কিনা মনে না থাকে এবং নিশ্চিত না থাকে এবং স্পর্শ করার পর লিংগ বৃদ্ধি পেয়েছিল কিনা মনে না থাকে এবং নিশ্চিত না থাকে তাহলে কি হুরমুতে মুসহারা সাব্যস্ত হয় কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, এর দ্বারা হুরমুতে মুসহারাহ সাব্যস্ত হবে না।-ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০; এলাউস সুনান-১১/১৩১,১৩২

Loading