প্রশ্ন : আমার স্ত্রী বাচ্চা প্রসব করার ছয় মাস পরে হায়েয শুরু হয় এবং ৬ দিন পরে পবিত্র হয়ে যায়। পারবর্তী মাসে ২৮ দিন পরে আবার রক্ত আসে কিন্তু ১ দিন পরে বন্ধ হয়ে যায় এবং পবিত্রতার লক্ষণ স্পষ্ট হয়। এ অবস্থায় ৯ দিন অতিবাহিত হচ্ছে, অর্থাৎ আর কোন রক্ত দেখা যাচ্ছে না। এমতাবস্থায়, স্ত্রীর সাথে সহবাস কি বৈধ? বৈধ না হলে কতদিন অপেক্ষা করতে হবে? জাযাকাল্লাহ

উত্তর :

প্রশ্নে উল্লেখিত বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর শেষ যে একদিন রক্ত দেখা দিয়েছে সেটি হায়েযের রক্ত নয় বরং ইস্তেহাযার রক্ত। কেননা হায়েযের সর্বনিম্ন সময় হল তিন দিন। সুতরাং আপনার স্ত্রী পবিত্র এবং তার সাথে আপনার সহবাসও বৈধ।- বাদায়েউস সানায়ে ১/১৫৮; আদ্দুররুল মুখতার ১/২৮৪-৮৫; আল বাহরুর রায়েক ১/৩২৯

Loading