প্রশ্ন : মুজাসহ তৈরি ট্রাউজার যা নিচের দিক থেকে কোমর পর্যন্ত পরা যায় এমন ট্রাউজার ব্যবহার করা যাবে কিনা?

উত্তর :

না, প্রশ্ন উল্লেখিত  ট্রাউজার ব্যবহার করা  জায়েজ হবে না। কেননা পুরুষের জন্য  টাখনুর নিচ পর্যন্ত যায় এমন কাপড় পরিধান করা জায়েয নয়।– সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৯৩; রদ্দুল মুহতার ৬/৩৫১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৮৬

Loading