প্রশ্ন : ভাই আসসালামু আলাইকুম, ভাই আমরা ছেলেরা সাধারণত যেইভাবে আমরা আমাদের মাথার চুল কাটাই।যেমন মাথার তিন দিকে ছোট এবং মাঝখানে একটু বড় রাখি। এটা কী জায়েজ নাকি না জায়েজ? এক ভাই বলছিলেন যে এটা হারাম। কথাটা কতুটুকু সত্য।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে চুল কাটা নাজায়েয। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে চুল কাটতে নিষেধ করেছেন এবং এতে কাফেরদের সাথেও সাদৃশ্য হয়।-সহীহ মুসলিম, হাদীস নং ২১২০; ফাতহুল বারী ১০/৪২২; মিরকাতুল মাফাতীহ ৮/২২২; রদ্দুল মুহতার ৬/৪০৭

Loading