প্রশ্ন : হুজুর, আমি আমার স্ত্রীকে বলেছি, আমার অনুমতি ব্যাতীত কোথাও গেলে তখনই তোমাকে তিন তালাক। আমার প্রশ্ন হচ্ছে, আমার অনুমতি ব্যাতীত কোথাও গেলে কি তালাক হয়ে যাবে এবং আমি কি আমার তালাক ফিরিয়ে নিতে পারব?

উত্তর :

হ্যাঁ, আপনার স্ত্রী অনুমতি ব্যতীত কোথাও গেলেই তিন তালাক পতিত হবে এবং আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। আর তা ফিরিয়ে নেওয়ারও কোন উপায় নেই। এক্ষেত্রে স্ত্রী যদি তা মেনে চলতে পারে তবে তো ভালো। অন্যথায় তিন তালাক থেকে বাঁচার উপায় হল, স্বামী স্ত্রীকে এক তালাকে বায়েন প্রদান করবে। অতঃপর স্ত্রীর ইদ্দত পার হলে সে আপনার অনুমতি ব্যতীত কোথাও যাবে। তখন তালাক পতিত হওয়ার শর্ত পাওয়া গেলেও আপনার স্ত্রী বিদ্যমান না থাকার কারণে তার উপর কোন তালাক পড়বে না। এরপর আপনি দুজন সাক্ষীর উপস্থিতিতে নতুন করে মোহর ধার্য করত তার সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তখন আপনার স্ত্রী আপনার অনুমতি ব্যতীত কোথাও গেলেও তালাক পতিত হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/৪১৬; তাবয়ীনুল হাকায়েক ৩/১১৮

Loading