প্রশ্ন : আমি পতিতালয়ে গিয়ে টাকার বিনিময়ে এক হিন্দু মহিলার সাথে সহবাস করি। সহবাসের কারনে হিন্দু মহিলাটি যদি গর্ভবতী হয় আর এই সন্তান যদি বড় হয়ে হিন্দু হয়। সন্তানটি হিন্দু হওয়ার কারনে কি আল্লাহ আমাকে ধরবেন আখিরাতে? আমার সাথে ওই হিন্দু মহিলার কোনো যোগাযোগ নেই। যেহেতু মহিলাটি যৌনকর্মী তার সাথে আমার আর দেখার কোনো সম্ভাবনা নেই। এখন আমি কি করবো আমি জাহান্নামে যেতে চাই না।
উত্তর :আপনি মারাত্মক গোনাহের কাজ করেছেন। আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবেন। ইংশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ভবিষ্যতে এহেন কাজ থেকে বিরত থাকবেন।–সূরা ইসরা, আয়াত নং ৩২; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২৫০