প্রশ্ন : মুহতারাম! আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।বিষয়: তালাক সংক্রান্ত মাসআলা।জনাব, আমরা জানি, কোন ব্যক্তি সুস্থ অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়; কোন ব্যক্তি যাদুতে আক্রান্ত হওয়ার কারণে জীন শয়তান আক্রান্ত ব্যক্তির শরীর এবং মস্তিষ্কের আংশিক/পুরোপুরি কন্ট্রোল নিয়ে বিভিন্ন কাজ করে এবং কথা বর্তা বলে। কন্ট্রোল অবস্থায় ঐ ব্যক্তি স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে কি? বা কোন চুক্তি করলে সেটা কার্যকর হবে? মেহেরবানী করে দলিল সহ জানাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদি পাগল অথবা সম্পূর্ণ জ্ঞানহীন হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তির তালাক পতিত হবে না অন্যথায় পতিত হবে।-ইলাউস সুনান ১১/১৭৫-১৭৬; আন নাহরুল ফায়েক ২/৩২০; আল বাহরুর রায়েক ৩/৪৩৪; ফাতহুল কাদির ৩/৪৬৮