প্রশ্ন : আসসালামু আলাইকুম,আমার হুরমতে মুছাহারাহ নিয়ে প্রশ্ন ছিল।১.চোখ দিয়ে হঠাৎ শাশুড়ির বুকের দিকে তাকানোর পরে হঠাৎ খারাপ চিন্তা আসলে কি হবে? ২.বুকে মোটা কাপড় দিয়ে সম্পূর্ণ ঢাকা থাকলেও কি সাব্যস্ত হবে? ৩.আর এই খারাপ চিন্তা বা কাম ভাব আসতে কি অবশ্যই লিংগ দাঁড়ানো লাগবে? ৪.চোখের দ্বারা যে হুরমতে মুছাহারাহ হওয়ার যে ৬ টি শর্ত আছে, তার মধ্যে ১ টি বাদ পড়লে হুরমতে মুছাহারাহ হবে না? দয়া করে উত্তর গুলো দিবেন অনেক কষ্টে আছি।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩। না, এর দ্বারা হুরমত সাব্যস্ত হবে না।
৪। দৃষ্টির দ্বারা হুরমত সাব্যস্ত হওয়ার জন্য মহিলার লজ্জাস্থানের ভিতরে কামভাব নিয়ে দৃষ্টি দেওয়া জরুরী। অন্যথায় তা সাব্যস্ত হবে না।
সুত্রসমূহঃ আদ্দুররুল মুখতার ৩/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০; এলাউস সুনান-১১/১৩১,১৩২; রদ্দুল মুহতার ৩/৩১-৩৩