প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। কি রকম টুপি পড়া সুন্নত ? নরম পাতলা টুপি নাকি শক্ত গোল টুপি নাকি পাগড়ী। ২। অনেককে দেখা যায় পাগড়ী শুধু নামায পড়ার সময় পড়ে, নামায শেষ হলেই খুলে ফেলে এটা কি সুন্নাত ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। এমন টুপি পরা সুন্নাত যা মাথার সাথে মিশে থাকে। চাই তা নরম হোক বা শক্ত। গোল হোক বা লম্বা। আর পাগড়ী পরিধান করলে তার নিচে টুপি পরিধান করা সুন্নাত।-সুনানে তিরমিজী, হাদীস নং ১৭৮২; মিরকাতুল মাফাতীহ ৮/১৪১
২। এর অবকাশ রয়েছে যদিও পাগড়ী একটি সার্বক্ষণিক পোশাকের সুন্নাত।–ফাতাওয়া হিন্দিয়া ১/৫৯; ফাতাওয়া মাহমূদিয়া ৬/৪২।

Loading