প্রশ্ন : শাশুড়ীর সাথে গাড়িতে পাশের সিটে চড়ে যাওয়া৷ অবস্থায় যদি উনার শরীরের সাথে স্পর্শ হয় তাহলে অথবা শাশুড়ী টেবিলে ভাত নিয়ে আসলো কোন কারনে যদি শরীর লেগে যায় তাহলে কি হুরমতে মুসাহারাত হবে?

উত্তর :

স্পর্শের মাধ্যমে হুরমতে মুছাহারা সাব্যস্ত হওয়ার জন্য শর্ত হলো স্পর্শের সাথে সাথে কামভাব বা উত্তেজনা বিদ্যমান থাকা। গাড়িতে যাওয়ার সময় অথবা টেবিলে ভাত আনার সময় স্পর্শের কারণে যদি স্পর্শের সময় আপনার কামভাব এসে থাকে তাহলে হুরমতে মুছাহারা সাব্যস্ত হবে। আর যদি স্পর্শের কারণে কামভাব না আসে তাহলে হুরমতে মুছাহারা সাব্যস্ত হবে না।

উল্লেখ্য যে, এভাবে গাড়িতে জামাই শাশুড়ির সাথে চলাফেরার সময় খুবই সতর্কতা অবলম্বন করা জরুরী। কেননা স্পর্শের কারণে যদি দুজনের একজনেরও কামভাব চলে আসে তাহলে হুরমতে মুছাহারা সাব্যস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে তার স্ত্রী স্থায়ীভাবে তার জন্য হারাম হয়ে যাবে।-আল বাহরুর রায়েক ৩/১৭১; ফাতহুল কদীর ৩/২১৩; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩৯; আন নাহরুল ফায়েক ২/১৯০-১৯৩

Loading