প্রশ্ন : আযানের পরবর্তী দুআয় والدرجة الرفيعة وارزقنا شفاعته يوم القيامة এই অংশটি বৃদ্ধি করা যাবে কি না? এ সম্পর্কে দালীলিক আলোচনা জানতে চাই। بينوا توجروا

উত্তর :

উপরোক্ত দুটি অংশের কোনটিই হাদীসে নেই। না কোন সহীহে হাদীসে না কোন দুর্বল হাদীসে। হাফেয সাখাবী আল মাকাসিদুল হাসানাতে বলেন-
حديث الدرجة الرفيعة المدرج فيما يقال بعد الأذان لم أره في شيء من الروايات

অর্থঃ আযানের পরে যা পড়া হয় তার মধ্যে প্রবেশকৃত الدرجة الرفيعة এর হাদীস আমি কোন রেওয়ায়েতে পাইনি।-আল মাকাসিদুল হাসানা, হাফেয সাখাবী পৃষ্ঠা ৩৪৩

আল্লামা কাশ্মীরী (রহঃ) বলেন-
وأما زيادة والدرجة الرفيعة فليس لها أصل وأما زيادة وارزقنا شفاعته فلا أصل لها

অর্থঃ (আযানের দুআয়) والدرجة الرفيعة বৃদ্ধি করা এর কোন ভিত্তি নেই। আর وارزقنا شفاعته বৃদ্ধি করা এরও কোন ভিত্তি নেই।– আল উরফুশ শাযী, ১/২৪১(শামেলা)

অনুরূপভাবে মোল্লা আলী কারী (রহঃ) মিরকাত ও আল মাসনূতে, আল্লামা ইজলূনী কাশফুল খফাতে, ইবনে হাজার আসকালানী তালখীছুল হাবীরে উক্ত অংশকে জাল বলেছেন।
তাই উল্লেখিত অংশ দুটি যেহেতু হাদীস শরীফে নেই তাই না বলা চাই।

Loading