প্রশ্ন : আসসালামু আলাইকুম। দুই বা চার রাকাআত নামায পড়ার পর কিছুক্ষণ বসে থাকলে বা তিন তাসবীহ পরিমাণ বসে থাকলে সাহু সিজদাহ দিতে হবে কি? আর কেউ যদি এরূপ না করে তবে কি নামায কাযা হয়ে যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার প্রশ্নটি আমি বুঝিনি। যদি এর দ্বারা উদ্দেশ্য এই হয় যে, সালাম ফিরানোর পূর্বে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে আর তা তিন তাসবীহ পরিমান হয় তবে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।–আদ্দুররুল মুখতার ১/৪৩৭; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/২৮৩

Loading