প্রশ্ন : আসসালামু আলাইকুম, মেয়ের পক্ষ থেকে তালাক দেয়া যাবে কি ? যদিও কাবিন নামায় এরকমের কোন শর্ত ছিল না, কিন্তু বাধ্য হয়ে দিতে হচ্ছে, কারন তার বিয়ে হয়েছে এক জুয়াখোর মদখোর এর সাথে, অনেক বিচার সালিশ করেও ছেলে ঠিক হচ্ছে না, মেয়ে বলেছে তালাক না দিলে সে আত্মহত্যা করবে, ছেলের পক্ষ থেকেও তালাক দিবে না বলে জানিয়ে দিয়েছে, এমন অবস্থায় মেয়ে তালাক দিতে পারবে কি ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তালাক দেওয়ার অধিকার এককভাবে পুরুষের। তবে যদি কোন পুরুষ তার স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহনের ক্ষমতা প্রদান করে থাকে (চাই কোন শর্তসাপেক্ষে বা বিনা শর্তে) তবে সে তা(শর্ত সাপেক্ষে হলে শর্ত পাওয়ার পর) গ্রহন করতে পারে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি ছেলে মেয়েকে কাবিন নামার ১৮ নং পয়েন্টে বা অন্য কোন সময় তালাক গ্রহনের ক্ষমতা না দিয়ে থাকে তবে মেয়ের জন্য একতরফাভাবে তালাক গ্রহনের কোন সুযোগ নেই। প্রশ্নের বর্ণনা সঠিক হলে (অর্থাৎ ছেলে জুয়াখোর, মদখোর, স্ত্রীর হক আদায় করে না এবং শালিস করে সতর্ক করার পরেও শুধরাচ্ছে না) এবং মেয়ের পক্ষে সংসার করা অসম্ভব হয়ে পড়লে নিম্নোক্ত ধাপগুলোর কোনটি অবলম্বন করা যেতে পারে-
১। উভয় পক্ষের মুরব্বী অথবা পঞ্চায়েত অথবা স্থানীয় জনপ্রতিনিধি বা মাতবারদের মাধ্যমে শালিস করে চাপ প্রয়োগের দ্বারা ছেলেকে (মৌখিকভাবে) তালাক দিতে বাধ্য করবে অথবা
২। ছেলে-মেয়ে খুলআর মাধ্যমে সম্পর্ক ছিন্ন করবে। অর্থাৎ মোহর মাফ করার শর্তে অথবা ইদ্দতকালীন খোরপোষ ছেড়ে দেওয়ার শর্তে অথবা অন্য কোন শর্তে ছেলে-মেয়ে খুলআর মাধ্যমে তাদের সম্পর্ক ছিন্ন করবে যা তালাকে বায়েন হিসেবে গণ্য হবে।
উপরোক্ত পদ্ধতিতে সমস্যা সমাধান সম্ভব না হলে পুনরায় প্রশ্ন করার অনুরোধ রইল। পাশাপাশি মেয়ের সাথে ছেলের আচরণ সম্পর্কে বিস্তারিত অবহিত করার অনুরোধ রইল। অর্থাৎ ছেলে মেয়েকে খোরপোষ ঠিকভাবে দেয় কিনা? তার হক আদায় করে কিনা? তার উপর জুলুম অত্যাচার, মারপিট করে কিনা? গোনাহ করতে বাধ্য করে কিনা?- –সূরা বাকারাহ, আয়াত ২২৯; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৮১; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৮; ফাতাওয়া মাহমূদিয়া ১৩/২৩৬;

Loading