প্রশ্ন : আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গায় মীলাদে যে “আল্লাহুম্মা সাল্লিয়ালা সায়্যিদিনা মাওলানা মুহাম্মাদ,ও আলা আলি সায়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ” নামে যে দরুদ পড়া হয় ,তা কি সঠিক? হাদীসে আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, দুরূদ শরীফটি হাদীসে আছে তবে এতটুকু যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুটি অতিরিক্ত গুণবাচক শব্দ এসেছে। আর দুরূদ শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের পূর্বে সায়্যিদিনা শব্দ যোগ করা মুস্তাহাব।
তবে উক্ত দুরূদ সম্মিলিত সুরে এবং উচ্চ আওয়াজে না পড়া চাই।–সূরা আরাফ, আয়াত ৫৫; সহীহুল বুখারী, হাদীস নং; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৫৫৯; রদ্দুল মুহতার ১/৫১৩, ৫১৪,৫১৯

Loading