প্রশ্ন : আমাদের অফিসে অনেক সময় অনেক স্টাফকে নিষেধ করা শর্তেও তারা আমার অথবা আমাকে সহ ছবি তোলে। যেমন কোন অনুষ্ঠানে অথবা একটু ঘুমালে অথবা ভালো খাবারের সময় অথবা অন্য কোন হাস্যকর ঘটনার সময় ইত্যাদি। তাদেরকে ছবি মুছে দিতে বললেও তারা তাদের মোবাইল থেকে ছবি মুছে দেয় না। ১। এখন আমার কি করণীয়? ২। এর দ্বারা কি আমি গোনাহগার হবো?

উত্তর :

১+২। যদি আপনি সাধ্যমত বাধা দেওয়ার পরেও তারা তুলে ফেলে তবে আপনি মাযূর গণ্য হবেন। এক্ষেত্রে আপনার কোন গুনাহ হবে না।–সূরা বাকারাহ, আয়াত ২৮৬
উল্লেখ্য যে, বিনা কারনে কোন প্রাণীর ছবি তোলা হারাম। হাদীস শরীফে বর্ণীত আছে, কিয়ামতের দিন (ছবি অংকন বা তোলার দ্বারা) প্রাণীর সাথে সাদৃশ্যতা অবলম্বনকারীর সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪৭

Loading