প্রশ্ন : আসসালামু আলাইকুম যে সকল জায়নামাযে মক্কা ও মদীনা শরীফের ছবি দেয়া থাকে তাতে নামায পড়া, পা দেয়া, বসা ইত্যাদি জায়েয আছে কি? যদি জায়েয না থাকে তবে যে সকল মসজিদে এগুলো বিছানো থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, জায়েয আছে। কোন সমস্যা নেই। ছবি আর মূল জিনিস কখনো এক হয় না।

তবে এমন কারুকাজ বিশিষ্ট জায়নামায যা নামাযের একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি করে, ব্যবহার না করা উচিত।–হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৩৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১; ফাতাওয়া মাহমূদিয়া ৬/৬৭০

Loading